ads

সোমবার , ৭ জুলাই ২০১৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় উল্টো রথযাত্রা উত্সবে লাখো মানুষের ঢল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ৭, ২০১৪ ১:৪৯ অপরাহ্ণ

Untitled-1তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সারাদেশের ন্যায় কুমিল্লায়ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) কুমিল্লার আয়োজনে ৬ জুলাই রবিবার নানাহ অনুষ্ঠানসূচীর মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা দেবীর উল্টো রথযাত্রা উত্সব অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মের সব বয়সের লাখো ভক্ত রথের রশি ধরে টেনে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা দেবীকে গুন্ডিচা মন্দির হতে জগন্নাথবাড়ীতে নিয়ে আসেন। এদিন রথের শীর্ষে দেবতাদের মূর্তি উঠিয়ে রথটানা হয়। সনাতন ধর্মের পুরুষেরা শঙ্খ, ঘণ্টা, কাঁসা, ঢাক, ঢোল বাজিয়ে পরিবেশ মুখর করে তোলেন। আর নারীরা উলুধ্বনির মাধ্যমে রথ টানায় শামিল হন। সনাতন ধর্মের লোকজন ছাড়াও ধর্ম-বর্ণ-নির্বিশেষে রথ দেখতে সড়কের দু’পাশে জড়ো হন লাখো মানুষ। এ সময় দর্শনার্থীদের দিকে রথ থেকে ছুড়ে দেওয়া হয় কলা আর খৈ।
বিকেল ৩টায় এড. তপন বিহারী নাগের সভাপতিত্বে ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভারতের মায়াপুর হতে আগত শ্রী ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ। এতে অধ্যাপক সুর্যনারায়ণ সাহা ও ডা. মলিনা রাণী কুন্ডু’র উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসকন এর সহ-সভাপতি শ্রী নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক, আদর্শ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রউফ, সমাজ সেবক চঞ্চল কুমার ঘোষ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- অধ্যাপক হারান দেবনাথ ও মানিক লাল দেবনাথ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিবেক সাহা। এর পর বিকেল ৫টায় গুন্ডিচা মন্দির হতে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারানীর শুভ রথারোহন ও বর্ণাঢ্য শোভাযাত্রাটি জগন্নাথদেবের মন্দিরে এসে শেষে হয়। এর আগে দুপুর ২টায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার আয়োজনে নগরীর রাজরাজেশ্বরী কালীবাড়ী হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজগঞ্জ, ছাতিপট্টি, ছকবাজার হয়ে গুন্ডিচা মন্দিরে এসে শেষ হয়।
তদুপলক্ষ্যে গুন্ডিচা মন্দির ও জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে বিভিন্ন হস্তশিল্প, মৃৎশিল্প, পোশাক, ব্যাগ, বেত, কাসা ও পিতলের জিনিসপত্র, চুড়ি এবং নানান রকমের খেলনা, মিষ্টিজাতীয় খাবারের সমারোহ ঘটে। এ ছাড়া রথযাত্রা উৎসবে ভক্ত ও পূর্ণ্যার্থীর ভিড় ছিল লক্ষণীয়।
দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে ছিল ভজন কীর্তন, বাউল সংগীত ও পদাবলী কীর্তন, আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, ভক্ত সমাবেশ ও র‌্যালী, শ্রী মদ্ভগবদগীতা পাঠ, চ্যানেল আই ক্ষুদে গানরাজ অনন্যা আচার্য্যরে পরিবেশনায় লীলা কর্তীন, ধর্মসভা, রথারোহন, সন্ধ্যা আরতি, ভজন কীর্তন ও আরতি কীর্তন। সবশেষে সন্ধ্যা ৭টায় জগন্নাথদেবের মন্দিরে আরতি কীর্তনের মধ্যদিয়ে শেষ হবে আটদিনের অনুষ্ঠানসূচীর।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!