ওবায়দুল ইসলাাম রবি, রাজশাহীঃ রাজনীতি ব্যক্তিমনা নয়, কোন ব্যক্তি স্বার্থেও নয়, প্রকৃত অর্থে সকলের সহায়তায় এগিয়ে নিয়ে যেতে চান রাজশাহীসহ এই বাংলাদেশকে। ৫ জুলাই শনিবার সকাল থেকে বাঘা উপজেলায় নারী উন্নয়নমুলক বর্ধিত সভায় ওই কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সারদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সারদা ক্রিকেট একাডেমি আয়োজিত করে ক্রিকেট টুনামেন্ট। এ খেলায় রাজশাহীর বিভিন্ন এলাকার মোট ২২টি দল অংশ গ্রহন করে। শনিবার ফাইনাল খেলাটি উনুষ্ঠিত হয়। ক্রিকেট টুনামেন্টে সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম,বিশেষ অতিথি উপজেলা র্নিবাহি অফিসার রাসেল সাবরিন,্ এডভোকেট শাহানাজ, মোঃ একরামুল উপ ক্রিডা সংস্থা সাধারন সম্পাদক, জেলা ছাত্রলীগও সিঃ সহ সভাপতি গোলম কিবরিয়া (বিপ্লব) ও ছাত্রলীগ নেতা তুষার সহ এলাকার বিভিন্ন পাযার্য়ের সাধারন মানুষ। বেলা ৩ ঘঃ সময় তিনি সারদা পাইলট মাঠ প্রাঙ্গনে উপস্থিত হয়ে লিমন কাপ টি টুয়েনটি ক্রিকেট ফাইনাল খেলায় বিজয়ি রাজশাহী মুক্ত সংঘে দল নেতা সাজু ও রানার আপ কে পি টায়গার অধিনায়ক মারুফ হোসেন রাশেদ মাঝে ট্রফি প্রদান করেন। এ সময় তিনি খেলোয়ার ও তাদের অভিবাকদের উদ্দ্যেশে বলেন ছেলে মেয়েদের লোখা পড়ার পাশাপাশি বিভিন্ন খেলায় অংশ গ্রহন ও প্রশিক্ষন নিতে পরামর্শ দেন। অন্য দিকে চারঘাটের অনুপামপুর ও হলিদাগাছি জায়গির পাড়ায় বিদ্যুত সংযোগ উৎভোদন করেন এবং পড়ে তিনি শলুয়া ইউনিয়নে ইফতরে অংশগ্রহন করেন ।