চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেণীপুর সীমান্তে ৬৬ বছর ধরে ভারতের দখলে থাকা ৭৫ বিঘা জমি উদ্ধার করেছে বিজিবি। জমি উদ্ধারের পর ৫ জুলাই শনিবার বেলা ১২ টায় জমি পাশেই বিজিবির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
বিজিবি ৬ ব্যাটলিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানান, আলোচিত ৭৫ বিঘা জমি বাংলাদেশের হলেও দীর্ঘ ৬৬ বছর ধরে সেটি ভারতের অপদখলে ছিল । প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে আলাপ আলোচনার পর জমিটি উদ্ধার ও দখলে নেওয়া হয়। উদ্ধারকৃত জমির মধ্যে ৬৫ বিঘা খাসখতিয়ান ভুক্ত এবং ১০ বিঘা ব্যাক্তিমালিকানাধীন। এসব জমি ১৯৪৯ সাল থেকে অপদখলে ছিল।
এদিকে ভারতের সীমানগরের ১৭৩ বিএসএফ কমান্ড্যান্ট অনিল শর্মা ও বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামানের মধ্যে দীর্ঘ চারমাস ধরে আলোচনার পর জমি উদ্ধার ও দখলে নেওয়া হয়। এই দখলে নেওয়ায় বেণীপুর গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করেন এবং আলোচিত জমিতে সীমান্ত হাট স্থাপনের দাবী জানান।
প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা ও এসি ল্যান্ড কামাল হোসেন উপস্থিত ছিলেন।