আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় ফরমালিন ব্যবহার রোধে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে ৬ জুলাই রবিবার সকালে উপজেলা মত্স্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় জানানো হয়- ফরমালিনের ক্ষতিকর বিষাক্ত পদার্থের প্রভাবে মানুষের মাথা ব্যথা, শ্বাসকষ্ট, পাকস্থলী ও গলায় অস্বস্তিবোধ, রক্তের এসিডিটি বৃদ্ধি, ক্যান্সারসহ মৃত্যুও হতে পারে। ফরমালিনযুক্ত মাছে মাছি বসে না, চোখ ভিতরে ঢুকে যায়, চোখের রং ফ্যাকাসে হয়ে পড়ে, শরীরে স্লাইম বা লালাভাব থাকে না, ফুলকা কালচে বর্ণের ও দেহ শুষ্ক হয়ে যায়। ফরমালিন ব্যবহার নিষিদ্ধে ইতোমধ্যে যাবজ্জীবন কারাদন্ডের বিধান রেখে আইন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ফরমালিন ব্যবহার রোধ ও জলাশয় সংরক্ষণে সচেতনতা বিষয়ক ওই সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সা.সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ ও সাবেক সা.সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সদস্য এমএ সাজেদ, রিপোটার্স ক্লাবের সা.সম্পাদক মোশারফ হোসেন, প্রচার সম্পাদক জুলফিকার আলী, সাংবাদিক শিক্ষক আমজাদ হোসেন, ডা.আসাদুজ্জামান আসাদ, গোলাম রসুল, উপজেলা টেকনিশিয়ান ইকরামুল হোসনে, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মনিরুজ্জামান প্রমুখ। সভায় ফরমালিনের ভয়াবহতা নিয়ে আলোকপাত করতে গিয়ে সিনিয়র মৎস কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, দেখা, স্পর্শ ও গন্ধের পাশাপাশি ফরমালিন ব্যবহার রোধে ডিটেকশন কিট বক্সের সাহায্য নেয়া হচ্ছে। যে কিট বক্স ফরমালিন মেশানো দ্রব্যের পাশে নিয়ে গেলেই বিশেষ শব্দ করে উঠবে। তিনি সকলকে ফরমালিনমুক্ত খাদ্য দ্রব্য বেচাকেনা করতে আহবান জানান।
