আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হলদিয়া গ্রামের ৫ শতাধিক পরিবার টানা বর্ষনে পানিবন্দী হয়ে পড়েছেন। বর্ষনের পর পানি নিস্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম স্বপন জানান, এলাকার প্রভাবশালীরা ইব্রাহিম মোল্লার বাড়ী সলঘœ কালভার্টের সামনে বাঁধ দেয়ায় ও মাছের ঘেরের কারনে পানিচলাচল বন্ধ হয়ে গেছে। পানি চলাচল বন্দ হওয়ায় এলাকার শতশত একর কৃষি জমি পানির নিচে তলিয়ে রয়েছে। সরোজমিনে দেখা গেছে আমনের বীজতলা ,আউশের রোপা পঁচে গেছে। গ্রামের কৃষক মো. ফজলু মিয়া বলেন, মোরা কি খাইয়া বাঁচমু মোগো জমি /জমা পানিতে ডুইব্বা রইছে। কৃষকরা এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য হলদিয়া ইউপি চেয়ারম্যান আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।