শ্যামলবাংলা স্পোর্টস : ষষ্ঠ স্বর্গ থেকে আর মাত্র দুই ধাপ পিছিয়ে রইল ব্রাজিল। সেইসাথে টিকে থাকল দেশটির ২০০ মিলিয়ন মানুষের আশা। ফোর্তালেজায় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লুই ফেলিপে স্কলারির দল। ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় নেইমারের কর্নার থেকে ফাঁকায় বল পেয়ে তা জালে জড়ান ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা। প্রথমার্ধেই জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত স্কলারির দল। বিশেষ করে প্রথমার্ধে হাল্কের দুটি শট দারুণভাবে রুখে দেন কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা। কিন্তু বিরতির পর ৬৮ মিনিটের মাথায় ৩৫ গজ দূর থেকে ডেভিড লুইজের দুর্দান্ত ফ্রি-কিকটির কোন জবাব ছিল না তার কাছে। ওসপিনাকে হতভম্ব করে লুইজের শট সামান্য বাঁক নিয়ে পোস্টের এক কোনা দিয়ে জালে ঢুকে পড়ে। ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে কলম্বিয়ার হয়ে একটি গোল পরিশোধ করেন স্ট্রাইকার হামেশ রদ্রিগেজ। ম্যাচের বাকি সময় মরিয়া চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি কলম্বিয়া।
এর আগে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড টানা চতুর্থবারের মতো সেমিফাইনালে নাম লিখিয়েছে জার্মানী। সেখানে তাদের প্রতিপক্ষ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে সেমিতে জার্মানির বিপক্ষে অধিনায়ক সিলভাকে পাবে না স্বাগতিকরা। এর আগে এক ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন। কলম্বিয়ার বিপক্ষে ৬৬ মিনিটে আরও একটি হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে তিনি খেলতে পারবেন না। আরও একটি দুঃসংবাদ রয়েছে ব্রাজিলিয়ানদের জন্য। ম্যাচের ৮৮ মিনিটে কলম্বিয়ার জুনিগার হাঁটুর আঘাতে মাটিতে ছিটকে পড়েন নেইমার। সঙ্গে সঙ্গেই চোখে মুখে ফুটে ওঠে প্রচণ্ড ব্যথার চিহ্ন। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। এক মিনিট সময়ও নষ্ট না করে নেইমারকে সরাসরি নিয়ে যাওয়া হয় ফোর্তালেজা হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার মেরুদন্ডের হাড়ে চোটের কথা। তাই তিনি পুরো বিশ্বকাপেই আর খেলতে পারছেন না।
এদিকে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ৪ জুলাই এখন ঐতিহাসিক দিন! ‘৫৪-তে সুইজারল্যান্ডের মাটিতে এই দিনেই প্রথম চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল জার্মানরা। আবার এই দিনে বিশ্বকাপ থেকে তারা দু’বার ছিটকেও পড়েছে! ‘৯৮-তে ফ্রান্সের মাটিতে ক্রোয়াটদের বিপক্ষে শেষ আট এবং ২০০৬-এর আসরে ঘরের মাঠে সেমি থেকে এই ৪ জুলাইতেই বিদায় নিতে হয়েছিল জার্মানদের। কিন্তু পরের দফায় অর্থাৎ গতকাল সেই একই দিনে মারাকানা স্টেডিয়ামে করিম বেনজেমাদের কাঁদিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে টানা চতুর্থবারের মতো শেষ চারে উঠে যায় জার্মানি।
ম্যাচের ১৩ মিনিটের মাথায় টনি ক্রোসের সেটপিস থেকে গোল করেন ম্যাট হামেলস। ১-০ গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর ম্যাচের গোটা সময় মরিয়া চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ফ্রান্স। হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন ফরাসি মিডফিল্ডার গ্রিয়েজম্যান। ফ্রান্স এর আগে সর্বশেষ যে ৫ বার প্রথম রাউন্ডের গণ্ডি পেরিয়েছিল, প্রতিবারই সেমিফাইনাল খেলেছে। তবে ফ্রান্সও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। ৩৫ মিনিটে গ্রিয়েজম্যানের ক্রস থেকে বেনজেমার শট দুর্দান্ত দক্ষতায় লক্ষ্যভ্রষ্ট করে দেন জার্মানির হয়ে ৫০তম ম্যাচ খেলতে নামা ম্যানুয়েল ন্যুয়ার। ম্যাচের শেষের দিকে বেনজেমাকে হতাশ করে আরও একটি দুর্দান্ত সেভ করেন এ জার্মান গোলরক্ষক। ১৯৬৬ বিশ্বকাপ আসর থেকে এ পর্যন্ত মোট ১০ বার সেমিফাইনালে উঠল জার্মানি। এর মধ্যে ছয়বারই তারা ফাইনালে খেলেছে!