সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) : জেলার রৌমারীতে খাস জমি দখল করে ঘরবাড়ি নির্মান করেছে একদল প্রভাবশালীরা।তাদের বিএনপির আমলে গুচ্ছগ্রামের একটি কক্ষ বরাদ্দ দিলে তারা ওই কক্ষ ছেড়ে পাশে খাস জমি দখল করে ঘরবাড়ি তুলেছেন। বিশা শেখের মত আরো ঘর তুলেছেন নুরজামাল,শফিকুল। তাদের জ্বালা যন্ত্রনার কারনে
গুচ্ছগ্রামের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছে।
গুচ্ছগ্রামের রুবেল ও মজীবর জানান, বিশা শেখের বউ এর ব্যবহার ভালো না। কারন তার সাথে ঝগড়া লাগে প্রতিদিন। বিশা শেখ জানান, এমনে একটা ঘর তুলে থাকি । তবে এটা দখল করিনি।