মোঃ ফারুক হোসেন,ঢাকা : রোজায় শ্রমিক ছাটাই নির্যাতন, হয়রানি বন্ধসহ ২০ রোজার আগে পূর্ণ উত্সব ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিকফ্রন্ট। ৪ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি হাইকোর্ট মোড়,পল্টন এলাকা থেকে আবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় তারা।
এসময় সংগঠনের সভাপতি খালেকু জ্জামান লিপন বলেন, ২০ রোজার আগে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। তিনি আরও বলেন, মালিক পক্ষ চায় যাতে শ্রমিকরা বেতন-বোনাস না নিয়ে বাসায় ঈদ করতে যায়।
লিপন বলেন, শ্রমিকেরা ঈদে ভালো কোনো শপিং মলে শপিং করতে পারে না।শ্রমিকদের শপিং মল বলতে গুলিস্তান, সাভার ও নারায়ণ গঞ্জের ফুটপাত। ফুটপাতে কম দামের কাপড় পরে শ্রমিকদের শরীরেফোঁসকা পড়ে। অপরদিকে তাদের শ্রমে গড়া অর্থে মালিকপক্ষ আরাম আয়েশ করে। ২৯ অথবা ৩০ জুলাই রমজানের ঈদ হবে সেই হিসেবে এর আগেই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। যাতে শ্রমিকেরা একটু খুশি মনে ঈদ করতে পারে। বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন আহসান হাবিব বুলবুল, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ।