জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্কুল ছাত্র মো: মোকাররম হোসেন (১৪) নিখোঁজ হয়েছে। সে উপজেলার মাহমুদপুর সিঙ্গাপুর প্রবাসী মাসুদুর রহমানের ছেলে বলে জানাগেছে। ৬ষ্ঠ শ্রেণিপড়–য়া মোকাররম হোসেন ৩জুলাই সকাল ৯/১০টার দিকে মাহমুদপুর বাজারের কথা বলে বাসা থেকে বের হয়। এ ব্যাপারে মোকাররমের নানা কলিম উদ্দিন বাদি হয়ে মেলান্দহ থানায় ডায়েরী করেছেন।
অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) এসআই আব্দুল হালিম জানান, যথানিয়মে সাধারণ ডায়েরী গ্রহণ পূর্বক সম্ভাব্য সন্দেহ ভাজন স্থান ও ব্যক্তির সন্ধ্যানে পুলিশের একটি টিম মাঠে। মোকাররমের বাসার মোবাইলে ইকবাল নামের অপরিচিত একব্যক্তির সন্ধিগ্ধ মোবাইল নাম্বারের সূত্রধরে পুলিশ কাজ করছেন। তবে ইকবালের নাম্বারও বন্ধ থাকায় সন্দেহের তীর ঘনিভূত হচ্ছে। কে এই ইকবাল তা নির্নয় করা যায়নি। এলাকাবাসি ও আত্মীয় স্বজনদের ধারণা মুক্তিপণের আশায় মোকাররমকে অপহরণ করা হতে পারে।