নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর নবাগত জেলা প্রশাসক আবুহেনা মোরশেদ জামান বলেছেন আমার জেলা প্রশাসন হবে জনবান্ধন প্রশাসন। আমাকে সকলের স্বার্থ রক্ষা করতে হবে। পথের ভিখারী হলেও তার জন্য আমার দরজা খোলা রয়েছে।

নবাগত জেলা প্রশাসক বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার সুশীল সমাজের ব্যক্তিদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
মতবিনিময় সভয় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কামাল হোসেন, প্রফেসর সুর্যকান্ত দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবুল ফায়েজ, বিএসএস প্রতিনিধি আবু তাহের, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের উপাধ্যক্ষ মাহমুদুল হাসান রুমী, এড. আমজাদ হোসেন, হাজী আবেদ আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবিব, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ মোতালিব পাঠান, মহিলা সংস্থা নেত্রী মিতু রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রী হাফেজা বেগম, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ মিয়া, নরসিংদী সরকারী কলেজের প্রভাষক মোঃ আমীর হোসেন, শ্রমিক নেতা মোঃ মানিক মিয়া, নরসিংদী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র প্রমুখ।
