শ্যামলবাংলা স্পোর্টস : দেখতে দেখতে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চলে এসেছে। ৪ ম্যাচে লড়বে ৮ টি দল। ৪ জুলাই রিও ডি জেনিরিওর মারাকানায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি জার্মানি ও ফ্রান্স।
দিনের অপর খেলায় ফোর্তালেজার এস্তাদিও কাস্তিলাওয়ে স্বাগতিক ব্রাজিল লড়বে কলম্বিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মধ্যরাত ২টায়।
৫ জুলাই ব্রাসিলিয়ার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেলজিয়াম। একই দিন কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সালভাদরের এস্তাদিও ফন্তে নোভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মধ্যরাত ২টায় অনুষ্ঠিত হবে নেদারল্যান্ড-কোস্টারিকা ম্যাচ।