সিংড়া (নাটোর) প্রতিনিধি : “অন্ন,বস্ত্র,বাসস্থান-মাছ চাষে সমাধান” এই শ্লোগানকে ধারণ করে নাটোরের সিংড়ায় ২ থেকে ৮ জুলাই জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মত্স্য অধিদফতরের আয়োজনে একটি বনাঢ়্য রালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বর পুকুরে মত্স্য পোনা অবমুক্ত করে। মত্স্য পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম,উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন, উপজেলা সহকারী মত্স্য কর্মকর্তা জহুরুল ইসলাম।
