ads

বুধবার , ২ জুলাই ২০১৪ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্রিপুরায় মহামারী আকারে ম্যালেরিয়া : কুমিল্লাসহ ৩ জেলায় জরুরী পদক্ষেপ গ্রহণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ২, ২০১৪ ৪:৪৬ অপরাহ্ণ

Comilla mapতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যে খোয়াই, ধামাই, গোমতী, দক্ষিণ ও উত্তর ত্রিপুরা জেলায় ম্যালেরিয়া প্রকটভাবে দেখা দিয়েছে। ওই জেলাগুলোর সীমান্তবর্তী বাংলাদেশের গ্রামসমূহ ম্যালেরিয়া ঝুঁকিতে আছে। এমতাবস্থায় বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সীমান্তবর্তী তিনটি জেলা কুমিল্লা, হবিগঞ্জ ও ফেনীর ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী গ্রামসমূহ চিহ্নিতকরণ, গত ১ সপ্তাহে জ্বরের রোগীর সংখ্যা নিরূপন এবং জ্বরের রোগীদের ম্যালেরিয়া রোগ সনাক্তকরণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এই তিনটি জেলার সিভিল সার্জন ও সকল উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তাগণকে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, সিডিসি অধ্যাপক ডা. বেনজির আহমেদ গতকাল কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমানকে এই বিষয়ে অতীব জরুরী চিঠি ফ্যাক্স ও ই-মেইল যোগে পাঠিয়েছেন। কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান কুমিল্লা জেলার সীমান্তবর্তী ৫টি উপজেলা চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ, আদর্শ সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার সকল স্বাস্থ্য ও পপ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও মাঠকর্মীদের এ অতীব জরুরী বিষয়টি অবহিত করেছেন এবং মোট ১৬৯টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেখানে কর্মরত সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারীদেরকে এই সকল এলাকায় জ্বরের রোগী খোঁজ করে সনাক্ত করে তাদের সম্ভাব্য ম্যালেরিয়া রোগ নিরূপনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাবকে এবং কুমিল্লা জেনারেল হাসপাতালের প্যাথলোজী বিভাগে ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগে পাঠানোর জন্য জরুরী নির্দেশ দেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপ-পরিচালক ডা. আবুল কালাম সিদ্দিক কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীকে গতকাল মোবাইলে জানান, বিষয়টি স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশের মাধ্যমে জনগণকে ব্যাপক ভাবে সচেতন করার জন্য এবং কুমিল্লার সীমান্তবর্তী পাঁচটি উপজেলার লোকজন যেন এই সময়ে তাদের ভারতীয় আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা বন্ধ করে এবং এই সকল এলাকার সাধারণ জ্বরের রোগীকেও সন্দেহ করে ম্যালেরিয়া রোগের পরীক্ষা করে।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান জানান, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত কোনো ম্যালেরিয়া রোগীর খবর পাওয়া যায় নি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সীমান্তরক্ষীদেরকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে যেন জ্বর আক্রান্ত চোরা কারবারীদের মাধ্যমে বাংলাদেশে ত্রিপুরা রাজ্যের মহামারী আকারের ম্যালেরিয়া প্রবেশ না করে।

জাতীয় মত্স্য সপ্তাহের উদ্বোধনীতে মত্স ব্যবসায়িরা
কুমিল্লার রাজগঞ্জ বাজার ফরমালিন মুক্ত ঘোষণা

Shamol Bangla Ads

‘অন্ন বস্ত্র বাসস্থান-মাছ চাষে সমাধান’- এই শ্লোগানটি সামনে রেখে আজ বুধবার কুমিল্লায় ২ জুলাই থেকে ৮জুলাই পর্যন্ত জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে সকাল ১০টায় কুমিল্লা টাউন হলে সমাবেশ, আলোচনা সভা, সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি ও রাণীর দিঘীতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ, কে, এম মামুনুর রশিদ। জেলা প্রশাসন ও জেলা মত্স্য দপ্তর কুমিল্লার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মত্স্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক একেএম সিদ্দিক। অন্যান্য অতিথিদের উপস্থিত ছিলেন- কুমিল্লা আদর্শ সদরের উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আবদুর রউফ, ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল কুদ্দুস আকন্দ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মজিদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পবিত্র কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম আবুল খায়ের, আদর্শ সদরের ইউএনও মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। বৈজ্ঞানিক কর্মকর্তা সবিতা দেবীর উপস্থাপনায় বক্তব্য রাখেন- প্রফেসর জিয়াউল ইসলাম জীবন, রাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী নেতা মোঃ ইয়াকুব আলী টুনু। পবিত্র কোরআন তেলাওয়াত করেন- মোঃ মোস্তফা হাসান।
আলোচনা সভায় মৎস্য ব্যবসায়ী নেতারা- কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার ফরমালিন মুক্ত বাজার ঘোষনা দেন। এ ঘোষণা দেওয়ার সাথে সাথে মুহুর্মুহু করতালীতে মুখরিত হয়ে উঠে কুমিল্লা টাউন হল। অনুষ্ঠানে বক্তাগণ ফরমালিনের স্বাস্থ্যহানির মারাত্মক দিকগুলো তুলে ধরেন, ক্রেতা ও বিক্রেতার উপর এর প্রভাব, আইনী শাস্তি ও জরিমানা বাস্তবায়নসহ সকলকে ফরমালিন বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান। পাশাপাশি প্রান্তিক মৎস্য চাষীদের ব্যাংক ঋণ প্রদান, মহিলাদের মৎস্য চাষে উদ্ব্দ্ধুকরণ, অনাবাদি পুকুরে মাছ চাষ, বাজারে মৎস্য সংরক্ষণের বিকল্প ব্যবস্থাকরণ ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে যে স্লোগানগুলো দর্শকদের ও সুধী সমাজকে মুগ্ধ করে সেগুলো হলো- ‘করব মোরা মাছের চাষ, থাকব সুখে বার মাস’। ‘মাছে ভাতে গড় দেশ, গর্ব সোনার বাংলাদেশ’। ‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’। ‘আর ধরো না জাটকা, ইলিশ খাবো টাটকা’। ‘রক্ষা করলে দেশী মাছ, পুষ্টি পাবে বার মাস’। ‘আবাদ করার আইলো দিন, টেংরা পুটি বাইলা শিং’।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!