ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ইউএসআইডি সহযোগীতায় পরিচালিত পুষ্টি বিষয়ক কর্মসূচী শিখা (শিশুকে খাওয়ানো) প্রকল্পের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সিভিল সার্জন ডা: বিনয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে এই এডভোকেসি সভায় বরিশাল বিভাগের স্বাস্থ পরিচালক ডা: মো: সাইদুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক হরিপ্রসাদ পাল। পরিকল্পনা সভায় জেলা পর্যায় বিভিন্ন কর্মকর্তা উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শূন্য থেকে দুই বছর বয়সী শিশুদের পুষ্টি খাবার খাওয়ানো এবং শিশুদের উচ্চতা বৃদ্ধির জন্য শিখা নামের এই প্রকল্পটি ঝালকাঠি সহ ৬ টি জেলার ২৬ টি উপজেলায় কাজ শুরু করছে। এডভোকেসি সভায় অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক জেলা কৃষি সম্প্রসারন আব্দুল আজিজ ফরাজী, শিখা প্রকল্পের চিফ অব-পার্টি সুমিত্র রায়, একই প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সাইদুর রহমান সিদ্দিকী, ব্র্যাকের আঞ্চলিক কর্মকর্তা জহিরুল হক ছিদ্দিকী ও প্রেসক্লাব বভাপতি চিত্তরঞ্জন দত্ত।