আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে মানবাধিকার কর্মী এডভোকেট কামাল হোসেনের(৪৫) মৃত্যু হয়েছেন। লাশ উদ্ধারে জিআরপি পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ অভিযোগ উঠেছে। নিহত ব্যবসায়ী কামাল হোসেন উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের মৃত আব্দুল জব্বার ছেলে।
জানা যায়, গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, জাকার্কো লিমিটেড-এর স্বত্বাধিকারী ও মানবাধিকার কর্মী এডভোকেট কামাল হোসেন ভোর ৬টার দিকে ধামাইল গ্রামর নিজ বাড়ি থেকে রেল লাইন ধরে গফরগাঁও বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে ধামাইল এলাকায় আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবারের সদস্য স্কুল শিক্ষিকা তামান্না আফরিন হেপী অভিযোগ করে বলেন, ঘটনার পর এলাকাবাসী এক কিলোমিটার দূরে রেলওয়ে জিআরপি ফাঁড়িতে খবর দিলেও দুপুর ১টা পর্যন্ত লাশ উদ্ধারে না আসায় আরো বেশ কয়েকটি ট্রেনে লাশের উপর দিয়ে চলাচল করে। গফরগাঁও জিআরপি ফারির ইনচার্জ এসআই ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করতে পুলিশ পাঠিয়েছি। মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী কামাল হোসেনের অকাল মৃত্যুতে গফরগাঁও বাজারের ব্যবসায়ী সমাজ, গফরগাঁও মানবাধিকার কমিশন, গফরগাঁও প্রেসক্লাব, উদীচী শিল্পী গুষ্টি শোক প্রকাশ করেন।
গফরগাঁওয়ে জাতীয় মৎস সপ্তাহ পালিত
ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ ও মৎস অধিদপ্তরের উদ্যোগে বর্নাঢ্য র্যালী বের হয়। এতে উপজেলার মৎস চাষীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গস্খহণ করে। র্যালী শেষে উপজেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, মৎস কর্মকর্তা নাজমূল হক, নূরুল ইসলাম শিকদার প্রমুখ। উপজেলা ক্যাম্পাস থেকে শুরু হয়ে র্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় মার্কাজ মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।