সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) : দীর্ঘ ১ যুগ ধরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এর মীরগঞ্জ সড়কের বেহাল দশা নিয়ে দুর্ভোগ পোহাতে হয় মুলাদী, মেহেন্দিগঞ্জ সহ বাবুগঞ্জ উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের । কেননা, এ সড়কের অবস্থা এতটাই নাজুক ছিল যে যান বাহন চলাচল তো দূরের কথা পথচারিদের চলাচল করতে নানা রকম সমস্যার সম্মুখিন হতে হয়। এ অবস্থার নিরসনের জন্য উপজেলা প্রশাসন সড়ক ও জনপথ বিভাগকে বারবার তাগাদা দেয়া হলে সড়ক ও জনপদ বিভাগ গত ৫ বছরে ৩ বার দায়সাড়া ভাবে সংকার কাজ শুরু করলেও রাস্তার খানাখন্দেও লাঘব ঘটেনি। এছাড়াও কতৃপক্ষ বরাদ্ধ নেই অজুহাতে এ রাস্তাটির কাজ পুনাঙ্গ ভাবে শেষ করতে পারেনি। ২০১৪ সালে ১০ ম সংসদ নির্বাচনে এলাকাবাসীর কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বরিশাল-৩ (বাবুগঞ্জ – মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান বাবুগঞ্জের জনসাধারনের কাছে দেয়া প্রতিশ্রুতি পুরনের জন্য তিনি গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সহযোগীতায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এর মীরগঞ্জ সড়কের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য বিশাল অর্থেও একটি বরাদ্দ অনুমোদন করান। যার প্রয়োজনীয় কাগজ পত্র ২/১ দিনের মধ্যে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের কাছে পৌছার কথা রয়েছে। একটি সুত্রে জানা গেছে এ সড়কের কাজের দরপত্র চলতি মাসেই আহবান করা হবে এবং বর্ষা মৌসুমের আগেই সড়কের কাজ শেষ হবে বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে এমপি সুলতান বলেন, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার উন্নয়নের জন্যই জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের কাছে আমি ঋণী। এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুরই উন্নয়ন করতে চাই। এ সময় তিনি আরো বলেন, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা সন্ধ্যা সুগন্ধ্যা ও আড়িয়াল খা নদী দ্বারা বেষ্টিত, এখানে প্রধান সমস্যা নদী ভাংগন, এখানকার জনগনের যাতায়াতের জন্য মীরগঞ্জ অড়িয়াল খা নদীর উপর সেতু নির্মান, বাবুগঞ্জে ফায়ার সার্ভিস ষ্টেশর নির্মান, দোয়ারিকা সেতু , আবুল কালাম ডিগ্রি কলেজ ও বরিশাল বিমানবন্দর কে নদী ভাংগনের কবল থেকে রক্ষার্থে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন সহ মুলাদী ও বাবুগঞ্জের রাস্তা ঘাট , স্কুল ও কলেজ, সহ সকল প্রাতিষ্ঠানিক কাজের উন্নয়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হবে এবং পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৩ আসন থেকে নির্বাচিত হওয়ার পর অ্যাডভোকেট টিপু সুলতান জাতীয় সংসদে প্রতিটি অধিবেশনেই বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার উন্নয়ন নিয়ে জোরালো দাবী জানিয়ে আসছেন। এ ছাড়াও সংসদে বরিশাল ৩ আসনের একটা প্রাথমিক চিত্র তুলে ধরেন তিনি। এ ব্যাপারে সংসদ সদস্য টিপু সুলতান সাংবাদিকদের বলেন, এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে এলাকার উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি, এটি আমার জন্য মহাদায়িত্ব। তাদের দেয়া দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই। বাবুগঞ্জ-মুলাদী ৩ আসনের সাংসদ টিপু সুলতানের ব্যাক্তিগত সহকারী সুজন আহম্মেদ জানান আগামী ১১ জুলাই রহমতপুর মীরগঞ্জ সড়কের সংস্কার ঠিকাদারী প্রতিষ্ঠান বি আলম ব্রার্দার্স শুরু করবেন ।
