নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কসাইরা যত্রতত্র গরু,খাসি জবাই করে বিভিন্ন হাট বাজারে মাংস বিক্রয় করে আসছে। জবাই কৃত গরু খাসি রোগাক্রান্ত কি না তা বোঝার মত কোন উপায় নেই। রোগাক্রান্ত গরু,গর্ভবতী গরু জবাই হচ্ছে কি না এবং খাসির মাংস বলে ভেড়ার মাংস বিক্রয় করা হচ্ছে কি না তা দেখার মতও কেউ নেই। ভোরে যখন পৌর শহর সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে গরু,খাসি জবাই করা হয় তখন তা কেউ দেখতে পারেনা। সবার চোখ কে ফাঁকি দিয়ে কসাইরা সাধারন মানুষদের কি খাওয়াচ্ছে? সাধারন মানুষ কি মানসম্মত গরু,খাসির মাংস পাচ্ছে? তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নন্দীগ্রাম পৌর শহর সহ বিভিন্ন হাটে বাজারে অহরহ ঘটছে এই ধরনের ঘটনা। যা দেখার মত কেই নেই।এতে করে প্রতারনার শিকার হচ্ছে সাধারন মানুষ। এলাকা বাসীর দাবী ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা ছাড়া যেন কোন গরু,খাসি,মহিষ,ভেড়া জবাই করা না হয়। তাই এ ব্যাপারে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ করা প্রয়োজন বলে সাধারন মানুষের দাবী।
