আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাও) : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল, হরিপুর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী উপজেলায় সোমবার শিখন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়।
ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ দ্বারা পরিচালিত শিখন কর্মসূচীর আওতায় পীরগঞ্জ ফিল্ড অফিসের অধীনে ঠাকুরগাও জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় মোট ৯৫টি শিখন স্কুলে ২৮৬৪ জন শিশু লেখাপড়া চালিয়ে যাচ্ছে। আগামী ২০১৫ সালে প্রাথমিক সমাপনি পরীক্ষায় অংশগ্রহণ করবে এসব ছাত্র ছাত্রীরা। এরই ধারাবাহিকতায় গত শনিবার থেকে সোমবার পর্যন্ত চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বরণ কর্মসূচী সম্পন্ন হয়।
অনুষ্ঠানে এসএমসি সদস্য, অভিভাবক, ইউপি সদস্য, বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিখন স্কুলের শিক্ষার্থীর পড়ালেখায় সুশিক্ষা অর্জন করতে পারে বলে দোয়া কামনা করেন।
