ভোলা প্রতিনিধি : যৌন হয়রানীর দায়ে অভিযুক্ত ভোলা প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর শারিরীক শিক্ষা বিষয়ের ইন্সট্রাক্টর শ্যামল কৃষ্ণ ব্যাপারীর বিচারের দাবীতে মানববন্ধন করেছে পিটিআই’র প্রশিক্ষণার্থী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

সোমবার দুপুরে পিটিআই অফিস চত্ত্বরের সামনের সড়কে এ মানববন্ধন করে তারা।
এসময় প্রশিক্ষনার্থীরা বলেন, ইন্সট্রাক্টর ভোলায় যোগদানের পর থেকে প্রশিক্ষনার্থীদের সাথে অশোভন আচরণ করে আসছেন। তাঁর বিরুদ্ধে কেউ যদি প্রতিবাদ করে তাহলে পরীক্ষায় নম্বর কম দেয়াসহ বিভিন্ন ভয়-ভীতি দেখায়। নারী প্রশিক্ষনার্থীদের সাথে অশালীন আচরণ ও যৌন হয়রানী করছেন। তাই যৌন নির্যাতনকারী ইন্সট্রাক্টরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় প্রশিক্ষণার্থীরা। অন্যথায় আরো কঠোর আন্দোলন করা হবে বলে জানায় প্রশিক্ষনার্থীরা।
এ বিষয়ে ভোলা পিটিআই’র সুপারেন্টেন্ড শিরিন সবনম বলেন, শ্যামল কৃষ্ণ ব্যাপারীকে এর আগে এক হল সুপারের সাথে খারাপ আচরনের অভিযোগে শোকজ করেছিলাম। তবে প্রশিক্ষনার্থীদের সাথে যৌন নির্যাতনের কোন অভিযোগ এখনও পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
