শ্যামলবাংলা স্পোর্টস : একমাত্র গোলে এগিয়ে থেকে জয়টা প্রায় হাতের মুঠোয় পুরেছিল মেক্সিকো। কিন্তু ম্যাচের শেষ দিকের নাটকীয়তায় ২-১ গোলের জয় তুলে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠে গেল নেদারল্যান্ডস। জিওভানি দস সান্তোসের গোলে এগিয়ে যাওয়া মেক্সিকোকে হতাশায় পোড়ায় ৮৮তম মিনিটে ভেসলি স্নেইডারের গোল। আর ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে দেশের বাইরে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে ওঠার মেক্সিকোর স্বপ্ন গুড়িয়ে দেন ইয়ান-ক্লাস হুন্টেলার।

এ ম্যাচে প্রথমবারের মতো পানি পানের বিরতি দেখে ফুটবল বিশ্ব। ম্যাচের ৩২তম ও ৭৫ মিনিটে ‘কুলিং ব্রেক’ দেন রেফারি। দুই দলের ঘর্মাক্ত খেলোয়াড়রা পানীয় খাওয়ার পাশাপাশি ভেজা ঠাণ্ডা তোয়ালে দিয়ে তাদের ঘাড় আর মাথা পেচিয়ে নিজেদের ঠাণ্ডা করার চেষ্টা করেন।
