হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা যায়, ২৯জুন রবিবার সকালে উপজেলা রামপুর গ্রামের মোঃ মহর উদ্দিনের ছেলে মহসিন মিয়া (২২) সুপারি গাছ কাঠতে গিয়ে উপর দিয়ে টানা ১১কেভির বিদ্যুৎ লাইনে মহসিন বিদ্যুত্স্পৃষ্ট হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হোসেনপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
কিশোরগঞ্জের হোসেনপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। জানাযায়, গতকাল রবিবার (২৯ জুন) ভোরে দুবৃত্তরা উপজেলার রামপুর বাজারে মোঃ বকুল মিয়ার স্বর্ণের দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আলমারী থেকে ২ ভরি স্বর্ণালঙ্কার,৩৫ ভরি রোপা, নগদ টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল এবং একই সময় পাশের শফিকুলের দোকানের তালা ভেঙ্গে ৪টি সাইকেল ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুবৃত্তরা।
এ ঘটনায় ওসি তদন্ত মোঃ আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে রামপুর বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক সঞ্জিত চন্দ্র শীল জানান,কিছিু দিন ধরে বাজারের পাহারা না থাকায় দুবৃত্তরা ইচ্ছেমত সবকিছু তছনছ করে নির্বিঘেœ পালিয়ে যেতে সক্ষম হয়।তবে চুরি বন্ধ করতে বাজারের পাহারাদার জোরদার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
