স্টাফ রিপোর্টার : শেরপুরে ভ্রাম্যমান বীজ পরীক্ষাগার এবং কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ প্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ে ২৭ জুন শুক্রবার খামারবাড়ী মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ প্রত্যয়ন এজেন্সীর ভ্রাম্যমান বীজ পরীক্ষাগার কর্মসূচী দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক ড. গোলাম আম্বিয়া প্রধান অতিথি এবং ডিএই’র ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মুহম্মদ মাতহারুল হক হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথের সভাপতিত্ব এতে স্বাগত বক্তব্য রাখেন ভ্রাম্যমান বীজ পরীক্ষাগার কর্মসূচীর পরিচালক কৃষিবিদ মো. হাসান কবির।
সেমিনারে জেলার ৫ উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বীজ ডিলার, কৃষক প্রতিনিধি, সাংবাদিকসহ অর্ধ শতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
