সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) : বরিশাল বাবুগঞ্জ থানার পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৯ জুন রবিবার দুপুরে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে বরিশাল জেলা পুলিশ উর্দ্ধত্বন কর্মকর্তা ও বাবুগঞ্জ থানা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি পুলিশ সদস্যরা মতবিনিময় করেন। এই সময় পুলিশ কর্মকর্তাদের সামনে নাগরিকেরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নানা অভিযোগ তুলে ধরেন।
উপস্থিত বক্তরা বাবুগঞ্জ উপজেলায় মাদকের বিস্তৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এবং এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বাবুগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ্ আলমের সভাপতিত্বে এবং উপ-পরিদর্শক (এসআই) আমান উল্লাহ্’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন ,ও সহকারী পুলিশ সুপার সদর সার্কেল বরিশাল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ খলিলুর রহমান,বাবুগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ গাজী শামীম, এসআই মোঃ আলমগীর হোসেন,এসআই জাফর আহম্মেদ, এএসআই জিয়া, ইউপি সদস্য মোঃ শামসুল হক প্যাদা, আ’লীগ নেতা রসুল জোমাদ্দার, মোঃ সেন্টু খান প্রমুখ। ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয়রা বলেন, বাবুগঞ্জ থানা কয়েকটি এলাকায় এখন মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকার বৃদ্ধ থেকে শুরু করে কিশোরেরাও মাদক সেবন করছে।
স্থানীয়রা বলেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও পুলিশ এলাকায় যায় না। ফলে এলাকার ছাত্র ও যুব সমাজ মাদকের নেশায় জড়াচ্ছে।
বরিশাল বাবুগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ মোঃ শাহ্ আলম বলেন সাধারণ জনগণের সহায়তা পেলে মাদক ব্যবসায়ীরা নির্মূল হবে। অপরাধ কমাতে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।