জামালপুর প্রতিনিধি : অবিশ্বাস্য হলেও সত্যি, ২৮ জুন শনিবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জে প্রেমের টানে হাজত বাস করতে হয়েছে যুবক মতিউর রহমান (২২)কে। মতিউর বগুড়ার আদমদি উপজেলার লক্ষণপুর গ্রামের আকবর আলীর ছেলে বলে জানাগেছে। বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান- শুক্রবার রাতে বকশীগঞ্জ ধারারচর গ্রামের অর্নাস পড়–য়া এক কলেজ ছাত্রীর সাথে মতিউরের মোবাইলের মাধ্যমে সর্ম্পক হয় । একপর্যায়ে কলেজ ছাত্রীর ঘর বাঁধার আশায় দুই মাস আগে বগুড়া মতিউরের বাড়ি যায়। কলেজ ছাত্রীটি মতিউরের কাছ থেকে হতাশ হয়ে ফিরে আসে ওই ছাত্রী।

পরে মোবাইলে আবার সর্ম্পক গড়ার আশায় মতিউরকে কলেজ ছাত্রীর বাড়িতে আসলে গণধোলাই শেষে পুলিশে সোর্পদ করা হয়।
