চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার বিভিন্ন উপজেলা থেকে চরমপন্থীদলের সদস্যসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার মোছাইনগর গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে চরমপন্থীদলের সদস্য একডজন মামলার আসামি আশাদুল ইসলাম (৩০), নতিডাঙ্গা গ্রামের তপু মিস্ত্রির ছেলে সিদ্দিক (৪০), কওসার আলীর ছেলে মারেফুল ইসলাম (৩৮), শরিফুল ইসলাম (৩৫), আশাদুল ইসলাম (৩০), মানিকনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুন (৩২), হাফিজ উদ্দীনের ছেলে ওয়াজেদ আলী (২৮), সদর উপজেলার হাসপাতাল পাড়ার মৃত বাহাদুরের ছেলে শহিদুল ইসলাম (৪৫), কেদারগঞ্জ পাড়ার, আহম্মদ আলীর ছেলে মহিনউদ্দীন (৩০), জিনতলা পাড়ার নাজিম উদ্দীনের ছেলে স্বপন (২৪), দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের রইচউদ্দিনের ছেলে হযরত আলী (৩২), ঝাঝাডাঙ্গা গ্রামের আয়জাল মন্ডলের ছেলে আনসার আলী (৩৫), পারকৃষ্ণপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে গোবাল হায়দার (৩৩), ইব্রাহিমপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে ইকলাছ (৪৩), জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের তোফাজ্জেলের ছেলে আবু হোসেন (৪০) ও হাসাদাহ গ্রামের শাহাদাত মালিতার ছেলে ফোলজার আলী (৪২) কে আটক করে।
আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আটককৃত আশাদুল ইসলাম চরমপন্থীদলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, অস্ত্র, ছিনতাইসহ একডজন মামলা রয়েছে।