ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৬ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ২০১৪-২০১৫ ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কোস্ট ট্রাস্ট, মানুষের জন্য ফাউন্ডেশন ও শিবপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম রাকিব এর সভাপতিত্ত্বে¡ আয়োজিত বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, বিশেষ অতিথি ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আরিফ ও এলজিএসপি-২এর জেলা প্রশিক্ষক সানজিদা রেজিন মুন্নী। আরো উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা-কর্মচারী ও কয়েক শতাধিক ইউনিয়নবাসী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, ব্যবসায়ী আবু তাহের সওদাগর, স্থানীয় আওয়ামীলীগ সভাপতি মোঃ আবুল বাছেত, সাধারণ সম্পাদক এনামুল হক সেলিম, কোস্ট ট্রাস্টের ইউনিয়ন জন সংগঠন সভাপতি মোঃ ইউছুফ মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত, নারী নির্যাতনমুক্ত একটি সমাজ গড়তে কাজ করে যাচ্ছি। ভোলা এখন শুধু পান সুপারী ইলিশের ভোলা নয়, ভোলায় রয়েছে গ্যাস। যা এই জেলার সকল উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল করবে। ভোলাকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। এই বিদ্যুৎ দিয়ে জেলার চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে দেয়া হবে। এসকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহীতার বিকল্প নাই। ইউনিয়ন পরিষদকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে উন্মুক্ত বাজেট সহায়ক ভূমিকা পালন করবে। উন্মুক্ত বাজেট জনগণের কাছে জন প্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্টের দায়িত্বশীল ইউনিয়ন পরিষদ প্রকল্পের মোঃ ফজলুল হক।
পরে চেয়ারম্যান সিরাজুল ইসলাম রাকিব স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন সরবরাহ, নলকূপ স্থাপন, যোগাযোগ খাত, গ্রামীণ রাস্তা মেরামত, বৃক্ষ রোপন, কৃষি উন্নয়ন, বাঁধ নির্মাণ, নারী উন্নয়ন, দারিদ্র বিমোচন, জন্ম-মুত্যু নিবন্ধন, শিক্ষা ও গণশিক্ষা, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু নির্যাতন নিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, চিকিৎসা খাতসহ একাধিক উন্নয়ন মূলক কাজের জন্য ৭৬,১৪,৪৮৮/- (ছিয়াত্তর লক্ষ চৌদ্দ হাজার চারশত আটআশি টাকা) আয় ও সমপরিমান ব্যয়ের ২০১৪-২০১৫ সালের বাজেট ঘোষণা করেন।