রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি : কোন আনুষ্ঠানিকতা ছাড়াই রামগঞ্জ পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ২৪ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৮৭২ টাকার বাজেট ২৬ জুন বৃহস্পতিবার সকালে প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। পৌর সচিবের অফিস কক্ষে মেয়র বেলাল আহম্মদের অনপুস্থিতিতে সকাল ১১টায় পৌর সচিব জাকির হোসেন তার স্বাক্ষরিত প্রেস রিলিজ মাধ্যমে সাংবাদিকদেরকে বাজেটের কথা জানান।
জানা গেছে, এ বাজেটে ২৩ কোটি ৮০লাখ ৭৪ হাজার ৯৮০ টাকা ব্যয় সম্ভাব্য সমাপনী স্থিতি ১ কোটি ৫ লক্ষ ৪হাজার ৮ শত ৯২ টাকা ধরা হয়েছে ।
আনুষ্ঠানিকতা না থাকায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পৌর সচিব জাকির হোসেন বলেন, পৌর মেয়র বেলাল আহম্মদের অসুস্থতার কারনে আজকে উপস্থিত থাকতে পারেননি নিয়ম রক্ষার্থে প্রেস রিলিজের মাধ্যেমে এ বাজেট ঘোষণা করা হয়েছে । আনুষ্ঠানিক ভাবে আগামী রমজানে ইফতার পাটিতে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট ঘোষণা করা হবে । ্ওই দিন স্থানীয় সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ,কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সামাজিকব্যক্তিবর্গ, পেশাজীবি,ব্যবসায়ী ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।