ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠির নলছিটি বিদ্যুত কর্র্তৃপক্ষ ডিজিটাল প্রতারণার অভিযোগ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৬, ২০১৪ ৭:১২ অপরাহ্ণ
ঝালকাঠির নলছিটি বিদ্যুত কর্র্তৃপক্ষ ডিজিটাল প্রতারণার অভিযোগ

৬ হাজার গ্রাহকের বিলে সর্বনিন্ম ৫০ থেকে সর্বচ্চো ১ হাজার টাকা বেশী যোগ করে ঝালকাঠির নলছিটি বিদ্যুত কর্র্তৃপক্ষ ডিজিটাল প্রতারণার মাধ্যমে
প্রতিমাসে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে প্রায় ৬,লাখ টাকা

ঝালকাঠি প্রতিনিধি : ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী(ওজোপাডিকো) ঝালকাঠির নলছিটি উপজেলা (ওজোপাডিকো) বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে ডিজিটাল প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে প্রতিমাসে কমপক্ষে ৬ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে সুনির্দিষ্ট তথ্য সহ অভিযোগ উঠেছে। উপজেলার মোট ৬ হাজার গ্রাহকের অধিকাংশের মাসিক বিলে নির্ধারিত ফি, ভ্যাট, ট্যাক্স সহ বিভিন্ন খাত উল্লেখ করে সুকৌশলে মোট টাকায় সর্বনিন্ম ৫০ থেকে সর্বচ্চো ১ হাজার টাকা পর্যন্ত বেশী যোগ করে এটাকা হাতিয়ে নিচ্ছে। উপজেলার সাধারন গ্রাহকরা বেখায়ালে ও অসচেতন ভাবে দীর্গদিন ধরে প্রতারিত হয়ে আসলেও সম্প্রতি বিষয়টি নিয়ে কয়েকজন গ্রাহক সোচ্চার হলে থলের বেড়াল বেড়িয়ে আসে। তারা বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের নলছিটি উপজেলা প্রকৌশলী ও ঝালকাঠি নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষন করলেও তারা কোন সদুত্তর না দিয়ে অনিয়মের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে বিক্ষুদ্বু গ্রাহকরা অভিযোগ করেছে। উপজেলার কতিপয় বিদ্যুত গ্রাহক তাদের মে/১৪ মাসের বিল পর্যবেক্ষণ করে দেখেন, যেখানে যোগফল ৪১৫ টাকার স্থলে ৪৬৫ টাকা, ১২০১ টাকার স্থলে ১২৬১টাকা, ১০৭১ টাকার স্থলে ১১০১ টাকা আবার কারো বিল ৪০০টাকার স্থলে ১৪০০টাকা পর্যন্ত করা হয়েছে। অধিকাংশ বিদ্যুত গ্রাহক যোগ-বিয়োগের মধ্যে ৫০/১শ টাকা বাড়িয়ে লেখার বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে ব্যাংকে গিয়ে বিল জমা দিয়ে দিচ্ছে। কিন্তু চলতি জুন মাসে কয়েকজন গ্রাহকের অষ¦াভাবিক বিলের বিষয়টি হিসাব করতে গিয়ে তাদের টনক নড়ে। অতিরিক্ত বিলের ব্যাপারে গ্রাহকরা বিদ্যুত অফিসে গেলে নয়-ছয় বুঝিয়ে বিল পরিশোধের জন্য চাপ দেন, অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেন। মে/১৪ মাসে মো: শাহজাহান মিয়া, নান্দিকাঠী হিসাব নং-এ ৮২৩, কনজুমার নং-এ২০১১০৩৯০ এর বিলে ইলেকট্রিক চার্জ-৩৯০, ডিমান্ড চার্জ-১৫ ও সার্ভিজ চার্জ-১০টাকার পরে যোগফল নামানো হয়েছে ৪৬৫টাকা অথচ বাস্তবে বিল হবে ৪১৫ টাকা। হিসাব নং-৩২৩ এর গ্রাহকের ইলেকট্রিক চার্জ-৮৪০টাকা, ডিমান্ড চার্জ-১৫ টাকা, ও সার্ভিস চার্জ-১০টাকা যোগ করে ৮৯৫টাকা নামানো হয়েছে অথচ বাস্তবে বিল হবে ৮৬৫ টাকা।  ওজোপাডিকো নলছিটির কর্তৃপক্ষ এভাবে ডিজিটাল প্রতারণা করে প্রকাশ্যে গ্রাহকদের নিকট থেকে প্রতিমাসে এ বিপুল অংকের টাকা আত্মসাৎ করে আসছে। দীর্গ দিন ধরে গ্রহকদের অলক্ষে ডিজিটাল প্রতারণার মাধ্যমে ওজোপাডিকো নলছিটি কর্তৃপক্ষ সুচতুর ভাবে এ টাকা আত্মসাৎ করলেও কারো কোন মাথা ব্যাথা নেই। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের নলছিটি প্রকৌশলী জানান, এক কিলোওয়ার্টের বেশী বিদ্যুত ব্যবহারকারীদের নিকট থেকে ওই বেশী বিল নেয়া হচ্ছে। একই ধরণের বক্তব্য প্রদান করেন ঝালকাঠী নির্বাহী প্রকৌশলী। কিন্তু কোন খাত না দেখিয়ে যোগে প্রতারণা করে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে কোন বিধিতে জানতে চাইলে তারা সুনির্দিষ্ট কোন জবাব দিতে পারেননি। তবে আগামী মাসের বিলের হিসাবে এ ধরণের ভূল থাকবে না বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!