রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগায়ের রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী নিহত হয়েছে। ২৪ জুন উপজেলার পদমপুর হাইস্কুলের সহকারী শিক্ষক কামরুল হুদা তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও যাওয়ার পথে মর্থ্রাপুর এলাকায় ঘাতক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি পাকা রাস্তায় পড়ে যায়। এসময় কামরুলের স্ত্রী সহকারী শিক্ষিকা নাজমা বেগম (২০) গরুতর আহত হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় ঘটনারদিন সে মারা যায়। পরদিন সকাল ১১ টায় উপজেলা কেন্দ্রীয় হাইস্কুল মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে পাঁচপীর কবর স্থানে তার লাশ দাফন করা হয়।