চারঘাট প্রতিনিধিঃ এসএসসি ও সমমান পরীক্ষায় একাডেমিক ট্রান্সক্রীপ্ট ও প্রশংসাপত্রের জন্য চারঘাটে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধ ভাবে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁচবাড়িয়া এরশাদীয়া আলেয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই মর্মে অভিযোগ করেন। শিক্ষার্থীরা জানায় মাদ্রাসা থেকে উত্তীর্ণ ২৮ জন ছাত্রছাত্রী একাডেমিক ট্রান্সক্রীপ্ট ও প্রশংসাপত্র আনতে গেলে মাদ্রাসার সুপার আসাদুলাহ শিক্ষার্থীদের কাছ থেকে ৬ শত টাকা দাবী করেন। শিক্ষার্থীরা উক্ত টাকা দিতে অস্বীকৃতি বা আপত্তি জানালে টাকা ছাড়া কাগজপত্র দেওয়া হবেনা বলে সুপার জানিয়ে দেন। এদিকে উক্ত টাকা দিতে অসমর্থ হওয়ায় কাগজপত্রগুলো মাদ্রাসা থেকে নিতে পারেনি। এ দিকে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তির সময়সীমা প্রায় শেষ হওয়া তাদের উচ্চ শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এমতাবস্থায় উপজেলা নির্বাহী অফিসার-কে অভিযোগ দিলে উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র বিনা টাকায় অবিলম্বে দেয়ার জন্য সুপারকে নির্দেশ দেন। এ ব্যাপারে মাদ্রাসার সুপারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।