ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেইমার জাদুতে ব্রাজিলের বড় জয়

ইফতেখার হোসেন পাপ্পু
জুন ২৪, ২০১৪ ৫:৫৭ অপরাহ্ণ

Brazil's+Neymar+celebrates+past+Cameroon's+Joel+Matip+after+scoring+a+goalশ্যামলবাংলা স্পোর্টস : ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর মেক্সিকোর সঙ্গে ড্র, মন ভরছিল না ব্রাজিল সমর্থকদের। কিন্তু ক্যামেরুনের সাথে এবার চোখ জুড়ানো ফুটবল খেলে ৪-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে দু’টি গোল করেছেন নেইমার। একটি করে গোল করেন ফ্রেদ ও ফের্নানদিনিয়োর।
দু’টি গোল করে এবারের বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন নেইমার। এ পর্যন্ত ৪ গোল করেছেন বার্সেলোনার এই স্ট্রাইকার।
সোমবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিলেন নেইমার। ১৭তম মিনিটেই পুরো গ্যালারিকে উল্লাসে মাতিয়ে দলকে এগিয়ে নেন তিনি। বাঁদিক থেকে লুইস গুস্তাভোর চমৎকার একটি ক্রস ডি বক্সে সুবিধাজনক জায়গায় দাঁড়ানো নেইমার তার ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন। এরপর প্রতিপক্ষের ওপর ভীষণ চাপ তৈরি করে ক্যামেরুন। ২৫তম মিনিটে জোয়েল মাতিপের কর্নার ক্রসবারে লাগলেও পরের মিনিটেই গোল করে সমতা ফেরান মাতিপ। ৩৪তম মিনিটে আবার দলকে এগিয়ে নেন নেইমার। মার্সেলোর কাছ থেকে ডি বক্সের ঠিক বাইরে বল পেয়েছিলেন তিনি। সামনে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে ডান পায়ে লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। চোট কাটিয়ে ফেরা হাল্ক বাইরে মেরে সেই সুযোগটি নষ্ট করেন। ৪৭তম মিনিটে সহজ সুযোগ পেয়েছিলেন ফের্নানদিনিয়ো। একেবারে ফাঁকায় বল পেয়েও শট নিতে পারেননি। এরপর ফ্রেদের বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন দেন গোলরক্ষক। ২ মিনিট পর আবার ক্যামেরুনের ত্রাতা ইতানজে। নেইমারের ফ্রিকিক কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি। ৪৯তম মিনিটে আর ঠেকাতে পারেননি। মার্সেলোর ক্রসে হেড করে গোল করে ব্যবধান বাড়ান ফ্রেদ। ৭২তম মিনিটে নেইমারকে তুলে নেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি।
গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেক্সিকো। সমান ৭ পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষেই ব্রাজিল। ৩ ম্যাচেই হারা ক্যামেরুনের পয়েন্ট শূন্য। তাদের বিপক্ষে একমাত্র জয়ে ক্রোয়েশিয়ার পয়েন্ট ৩। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ রানার্সআপ চিলি। আর মেক্সিকো শেষ ষোলোয় মুখোমুখি হরে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!