নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ফুটবল খেলার গোলকে কেন্দ্র করে সংর্ঘষে আফাজউদ্দিন (৩৫) নামে গুরুতর আহত যুবক মারা গেছে। রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, শনিবার বিকেলে স্থানীয় এক ফুটবল খেলার গোলকে কেন্দ্র করে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশি গ্রামের আফাজ উদ্দিনের সঙ্গে একই গ্রামের শামীমের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রবিবার বিকেলে শামীমের চাচা মন্তাজ আলী তার ৩ ছেলে রহিম, করিম ও তাজেলকে সঙ্গে নিয়ে আফাজ উদ্দিনের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা চালায়। ওই সময় আফাজকে বাঁচাতে গিয়ে আহত হয় আরও একজন। পরে গুরুতর আহত অবস্থায় আফাজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রহুল আমীন জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। তবে ঘাতকদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
