ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পরিবেশগত সমস্যা ও করনীয় শীর্ষক আলোচনা সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুন ২৪, ২০১৪ ৬:৪৬ অপরাহ্ণ

bala picনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে গারো পাহাড়ের কাঁচবালি, সাদা মাটি উত্তোলন ও বাস্তবতা নিয়ে পরিবেশগত সমস্যা এবং করনীয় শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন মঙ্গলবার সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত এডভোকেট সুধাংশু কালোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি শারমিন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাব উদ্দিন, বেলার ফিল্ড অফিসার মীর জালাল আহমেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র গবেষণা কর্মকর্তা গৌতম চন্দ্র চন্দ, সাংবাদিক আলহাজ্ব এমএ হাকাম হীরা, ছামেদুল ইসলাম তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, আদিবাসী নেতা মি. লুইস নেংমিনজা, কুপেন্দ্র নকরেক, শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, জাহিদুল ইসলাম, শিখা সাহা প্রমুখ। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সোমনাথ লাহেরী।
এসময় বক্তারা বলেন, শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার পাহাড়ী নদী ও বিভিন্ন বনাঞ্চল থেকে সরকারি রাজস্ব ফাকি দিয়ে অবৈধভাবে কাচবালি উত্তোলন করা হচ্ছে। নাম মাত্র দু’একজন ইজারা গ্রহীতা ছাড়া বাকিরা প্রশাসনকে ফাঁকি দিয়ে ক্ষেত্র বিশেষ আবাদি জমিতে গর্ত করে কাঁচ বালি উত্তোলন করছে। যার ফলে এসব এলাকার পরিবেশ ও জন-জীবন বিনষ্ট হচ্ছে। এতে দিন দিন পাহাড়ী নদীগুলো ভরাট হয়ে প্রতি বছর অনেক জমি অনাবাদি থাকছে। অবৈধভাবে পাহাড় কেটে বন উজারের ফলে পাহাড়ী সৌন্দর্য, জীব বৈচিত্র এবং প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে হুমকীর সম্মুখীন হচ্ছে বলে বক্তারা জানান। তাই এদের বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থা গ্রহন করা জরুরী।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!