ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, র্যালী, আলোচনাসভাসহ নানা আয়োজনে আওয়ামী লীগের ৬৫ তম প্রতিষ্ঠা বর্ষিকী পলিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় টাউন হলস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয় কেক কাটেন জেলা আওয়ামী সাধারন সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনীর। দলের সিনিয়র সহ সভাপতি শামসুল হক আক্কাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া মাহফিল।