চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সদর উপজেলার গাড়াবাড়িয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আবুল মন্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ওমর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গার সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে আবুল মন্ডল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জাম পাড়ার জন্য রাস্তার পাশের একটি জামগাছে ওঠেন। এ সময় জাম গাছের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে ¯পৃষ্ট হয়ে তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
