রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাযের হরিপুরে চাঞ্চল্যকর আইনাল হত্যার মামলার বাদীকে উড়া চিঠি দিয়ে প্রাণ নাশের হুমকি দিয়েছে বলে খবর পাওয়া গেছে। জমি জমা সংক্রান্ত জের ধরে গত ১৪ জুন সকাল ৭টায় উপজেলার দামোল গ্রামের মৃতঃ আঃ রউফের পুত্র আইনাল হক (তেলি) (৬২)কে প্রকাশে খুন করা হয়েছে। তার পারিবারিক সূত্রে জানা গেছে তার ভাতিজারা তাকে খুন করেছে । এ মামলার বাদী নইমুদ্দীন কে কেবা কাহারা ১৮ এবং ১৯ জুন উড়া চিঠি দিয়ে প্রান নাশের হুমকি দিয়ে বলা হয়েছে যে, জোহাক এবং আলহাজ্ব নজরুল ইসলামকে আসামী করা হলে বাদীকে মেরে ফেলা হবে।
চিঠিটি নিয়ে এবং বাদীর জান মালের নিরাপত্তা নিয়ে ২০ জুন বিকেলে বাদীর বাড়ীর সামনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে থানা ইনচার্জ মজিবুর রহামন, অধ্যক্ষ আবুসালে চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এব্যাপারে অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, বেনামী চিঠিটি জব্দ করা হয়েছে। থানা ইনচার্জ আরো বলেন-এ মামলার আরো একজন আসামী হরিপুর উপজেলার দামোল গ্রামের মোস্তফার ছেলে রবিউল ইসলাম আব্দুল্লাকে বিরল থানার পুলিশ ২০ জুন আটক করেছে।
রানীশংকৈল পৌর সভার বাজেট ঘোষনা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে আশরাফুল আলমঃ ২২ জুন (রবিবার) পৌর চত্বরে ঠাকুরগায়ের রানীশংকৈল পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের ৬ কোটি ৫৯ লক্ষ ৭৯ হাজার ৬ হাজার ২৭ টাকা .৫০পয়সা বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মকলেসুর রহমান ।
বাজেট অধিবেশনে পৌর সচীব সফিউল¬াহ সরকার ও হিসাব রক্ষক শাহাজান রাজস্ব খাতে ৯১,১৫,৫২৩ টাকা, উন্নয়ন খাতে ৫,১০,০৮,৭২৬টাকা মূলধন খাতে ৫৮,৫৫,৩৭৮ টাকা ঘোষনা করেন। সভায় মেয়র মকলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, থানা অফিসার ইনর্চাজ আব্দুল মোনায়েম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, বি এন পি সম্পাদক আতাউর রহমান, পৌর কাউন্সিলরদের মধ্যে নজরুল ইসলাম, রফিউল ইসলাম, মোনোয়ারা মোয়াজ্জেম, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, সাংবাদিক আশরাফুল আলম ও কমিউনিষ্ট পাটি নেতা তৈমুর রহমান প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ডিগ্রীকলেজের সামনে প্রধান সড়ক দখল করে নাইট কোচগুলো যানজোট সৃষ্টি করছে। উপজেলার সামনে এশিয়ান হাইওয়ের উপরে প্রতিদিন হাট বসানো হচ্ছে। এতে যেকোন মহুর্তে দূর্ঘটনা ঘটতে পারে। পৌর হাট বাজারের টোল আদায়ের কোন সাইন বোড নেই। এতে করে ইজারাদাররা জনগণকে জিম্মি করে তাদের ইচ্ছা মত টোল আদায় করছে। পানি নিস্কাসনের কোন ব্যবস্থা না থাকায় শহরের বিভিন্ন গুরুত্ব পূর্ন জায়গায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবাজেটে নিু মানের রাস্তা যেন নির্মান করা না হয় সেদিকেও লক্ষ্য রাখার আহবান জানিয়েছেন বক্তারা।