মো: আব্দুর রহমান, বাকৃবি সংবাদদাতা: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে ফুটেছে ৮টি নাইট কুইন ফুল। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে ওই হলের ‘ক’ ব্লকের চার তলায় নিজ উদ্যোগে লাগানো ফুল গাছগুলোতে ফুল ফুটে।

‘নাইট কুইন’ বা রাতের রানী। নাইট কুইনের বৈজ্ঞানিক নাম ‘Ô peniocereus greggiiÕ’। বিরল ক্যাকটাস জাতীয় এ ফুলটির আদি নিবাস আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল এবং মেক্সিকো হলেও এখন বাংলাদেশের অনেক পুষ্পপ্রেমীর বাড়িতে এ ফুলটি শোভা পায়। এই ফুলের বৈশিষ্ট অন্যান্য যে কোন ফুলের তুলনায় একটু আলাদা। বছরের মাত্র একদিনে এবং রাতের কোন এক সময় ফুটাই এর স্বভাবগত বৈশিষ্ট্য। নাইট কুইন নিজেকে আত্মপ্রকাশ ও নিজেকে বিকশিত করে রাতেই এবং সেই রাতের অন্ধকারেই হয় তার জীবনাবসান অর্থাৎ যবনিকাপাত। এর ফলে ফুলটিকে সচরাচর দেখা যায় না। ফুল গাছগুলোর জন্ম হয় পাতা থেকে। আর সেই পাতা থেকেই প্রস্ফুটিত হয় অসাধারন নাইট কুইন ফুল। ফুলটি দেখতে যেমন সুন্দর তেমনি গন্ধেও অতুলনীয়। আর তাই একরাতের এই ফুলগুলোকে দেখতে ভীড় জমায় ওই হলের ছাত্ররা।
জানা গেছে, ‘ক’ ব্লকের চার তলায় থাকে আশরাফ, শিবলি, নাহিদ, শিশির, তৌহিদ সহ বেশ কয়েকজন। যারা অতি শখের বশে লাগিয়েছিল নাইট কুইন ফুলের গাছ। নাইট কুইন ফুল দেখার আশায় গাছগুলোর নিয়মিত যতœ নিত তারা।
ফুল দেখতে পেয়ে তারা জানায়, ‘১বছরের বেশি সময় ধরে গাছটির পরিচর্যা করে আসছিলাম। অবশেষে গতকাল রবিবার রাতে দেখা দিলো রজনীতে ফোটা এই ফুলের রাণী। সন্ধ্যা থেকেই ফুটন্ত ফুলটি দেখার জন্য আমারা সবাই খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। একটা অন্যরকম অনুভূতি সবার মধ্যেই কাজ করছিল। অনেক সুন্দর এই ফুলগুলো দেখে আমরা আসলেই মুগ্ধ। তাইতো দেরি না করে ফুল গুলোকে ক্যামেরাবন্দী করে ফেললাম’।
