চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা শ্যামপুুরে মাথাভাঙ্গা নদীর পানিতে ডুবে মানষিক ভারসাম্যহীন তছিম উদ্দীন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে। ঘটনাটি ঘটেছে ২২ জুন রবিবার দুপুর ২ টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে তছিম উদ্দীন মায়ের সাথে প্রতিদিনের ন্যায় গোসল করতে যায় পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে। গোসল করার সময় সে পানিতে ডুবে যায়। নদীর প্রবল ¯্রােতের কারণে এলাকাবাসী তার লাশ উদ্ধার করতে পারেনি। ৮০ বছরের বৃদ্ধ মা পানু বিবি ছেলের শোকে পাগলপ্রায়।
