চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : সরকারী বিধি লংঘন করে চারঘাট উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নে ছোটবড় হাট হাটবাজারগুলোতে ব্যাঙের ছাতার মত লাইসেন্স বিহনি অবৈধ ওষুধের দোকান গড়ে উঠেছে। ফলে প্রতিবছর সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সরে জমিনে ঘুরে দেখা গেছে পৌরসভাসহ ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামগুলোতে প্রায় শতাধিক ওষুধের দোকান রয়েছে। এসব দোকান মালিক দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসলেও অধিকাংশেরই কোন লাইসেন্স থাকলেও তা আবার নবায়ন করা হয় না। গ্রামাঞ্চলের অর্ধশিক্ষিত অশিক্ষিত লোকজন এসব দোকানের শরণাপন্ন হয়ে প্রতারণার শিকার হচ্ছে অহরহ। এসব ওষুধের দোকানে ভারতীয় ওষুধসহ দেশীয় নিম্নমানের ওষুধ কম মূল্যে কিনে চড়া দামে বিক্রি করছে । এ সকল লাইসেন্স বিহীন ওষুধের ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত ওষুধ প্রশসনের নাকের ডগায় বিক্রি হচ্ছে হর হামেশা।
তবে সরকারী নিয়ম অনুযায়ী ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এসব কিছু স্পর্শকাতর মেডিসিন আছে যা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এ সকল ওষুধ বিক্রি করা হচ্ছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিটি ফার্মাসীতে ড্রাগ লাইসেন্স থাকা আবশ্যক। ১৯৭৬ সালের ফার্মাসী অডিন্যান্স অনুযায়ী প্রতিটি ওষুধের দোকানে একজন করে ফার্মাসিষ্ট নিয়োগ ব্যাধ্যতামূলক।
চারঘাটে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
আষাঢ় মাসের শুরুতেই রাজশাহী অঞ্চলে দিনভর গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বৃহস্পতিবার দিনভর থেকে থেকে আসা বৃষ্টি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। রাজশাহী চারঘাট উপজেলাতে গত বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। দিনভর থেমে থেমেই হানা দিয়েছে গুড়ি গুড়ি রিমঝিম বৃষ্টি। দিনভর দেখা যায়নি সূর্যের আলো। এই কারণেই জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। শনিবারে রাজশাহীতে ৩৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশের ন্যায় চারঘাটেও বৃষ্টি পাত হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যে বৃষ্টির রেশ কেটে যেতে পারে বলে ঢাকা আবহাওয়া অফিসের বরাত দিয়ে জানান নজরুল ইসলাম। এদিকে এ বৃষ্টি গ্রামীণ কৃষকরা বলেছেন থেমে থেমে আসা বৃষ্টি মাঠের ডাল ও তেলবীজসহ বিভিন্ন ফসলের জন্য ক্ষতির কারণ হতে পারে। তবে আমন ধানের জন্য আর্শিরবাদ বলছেন কৃষকরা। এছাড়া বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে ছিন্নমূল জনগোষ্ঠির। তীব্র গরমের পরে টানা দুই-তিনদিন বৃষ্টিপাতে চারঘাটবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। তবে বৃষ্টির কারণে চারঘাটের নিম্নাঞ্চলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা হয়ে পড়েছে।