স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক বলেছেন, গণতন্ত্র, উন্নয়ন ও সমস্যার প্রেক্ষাপটে দায়িত্বশীল গণমাধ্যম একটি শক্তিশালী অঙ্গণ। গণতন্ত্রকে রক্ষা ও তার ভিত মজবুত করতে সাহসী গণমাধ্যমের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আমাদের উন্নয়ন ও নানা সমস্যার চিত্র জাতির সামনে তুলে ধরতেও গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এজন্য তিনি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরতে সংবাদকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি ২১ জুন শনিবার রাতে শেরপুর পৌর অডিটোরিয়ামে আয়োজিত শেরপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি’র অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি একপেশে ও পক্ষপাতমূলক খবর পরিবেশনে সংবাদকর্মীদের বিরত থাকার উপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের ভাবমূর্তিকে চরমভাবে বিপর্যস্ত করে এমন নেতিবাচক খবরগুলো পরিবেশনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ দায়িত্বশীল সাংবাদিকতাই জাতির প্রত্যাশা। তিনি শেরপুর প্রেস ক্লাবের উন্নয়নে নগদ এক লাখ টাকার অনুদান ঘোষনা করেন এবং প্রেস ক্লাব ভবন সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে আরও অনুদান বরাদ্দের জন্যও আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হানিফ উদ্দিন, পৌর মেয়র হুমায়ন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক পৌর চেয়ারম্যান লুত্ফর রহমান মোহন, জেলা বাস-কোচ মালিক সমিতি’র সভাপতি ছানোয়ার হোসেন ছানু ও জেলা আইনজীবী সমিতি’র সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী। প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক ও স্থানীয় ‘সাপ্তাহিক চলতি খবর’ সম্পাদক এডভোকেট এটিএম জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, দৈনিক তথ্যধারা’র সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম, নির্বাচন পরিচালনা কমিটি’র সদস্য দেবাশীষ সাহা রায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন।
উল্লেখ্য, ৩১ মে শেরপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।