ঝালকাঠি প্রতিনিধি : ১৯৮৪ সালে ঝালকাঠি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ কাল সময়ের মধ্যে এ বছর বর্তমান সভাপতি মো: ছালেহ উদ্দিন ছালেক প্রধান মন্ত্রীর চীন সফর সঙ্গী হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি গত ৬ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রধান মন্ত্রীর সাথে চীন সফর করেছেন। ঝালকাঠির চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পক্ষ থেকে শনিবার রাত ৯ টায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। চেম্বার ভবনে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মো: শাহ আলম শাহী। সংবর্ধনায় ফুলের শুভেচ্ছার পাশাপাশি মো: ছালে উদ্দিন সালেককে মানপত্র প্রদান করা হয়েছে। এ সময় সাবেক সভাপতি মাহাবুব হোসেন, পরিচালক অমল কৃষ্ণ সাহা, এম.এ জলিল তালুকদার, কামরুল ইসলাম খলিফা ও ব্যবসায়ীদের মধ্য থেকে মনোয়ার হোসেন খান, আ: মান্নান মিয়া এবং প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্চন দত্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন।
