স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের নবনির্বাচিত সম্পাদকমন্ডলীর সদস্য ১১নং সেক্টরের সর্বকনিষ্ঠ বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুল হক ওরফে বাবুল চিশতিকে জড়িয়ে অতি সম্প্রতি জাতীয় একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবরের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার বিকেলে শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌর শহরের শহীদ শাহ মোতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়াম মিলনায়তনে ওই প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী উপজেলা ইউনিট কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রথম পর্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ, শেরপুর সদর উপজেলা ইউনিট কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল মিয়া, শ্রীবরদী ইউনিটের সাবেক কমান্ডার হামিদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় কমান্ডার জহুরুল হক মুন্সী বীর প্রতিক (বার), এডভোকেট আরিফুল ইসলাম এপিপি, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম তারাসহ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বাবুল চিশতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের ১১নং সেক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে পরিচিত। এই সেক্টরের বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুল হক বাবুল চিশতি সারাদেশে সর্বাধিক ভোট পেয়ে সম্পাদকমন্ডলীর সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তারা মুক্তিযোদ্ধা সংক্রান্ত সকল দলিলপত্রেই মুক্তিযোদ্ধা হিসেবে বাবুল চিশতির নাম রয়েছে উল্লেখ করে আরও বলেন, মুক্তিযোদ্ধাদের বিপদের বন্ধু বাবুল চিশতিকে বিতর্কিত করার জন্য প্রতিপক্ষ প্যানেলের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মেজর (অবঃ) জিয়া উদ্দিন আহাম্মেদ উঠে পড়ে লেগেছেন। সারাদেশের মুক্তিযোদ্ধারা এ ষড়যন্ত্রের জবাব দেবে।
এরপর একই স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীবরদী উপজেলা ইউনিট কমান্ডার আমিনুল ইসলাম।