শ্যামলবাংলা স্পোর্টস : প্রথম ম্যাচে ২ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে নাজেহাল করার পর ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েছে কোস্টারিকা। ব্রায়ান রুইসের একমাত্র গোলের এই জয়ে মৃত্যুকূপ ‘ডি’ গ্রুপে ৩ বিশ্ব চ্যাম্পিয়নকে রেখে সবার আগে দ্বিতীয় রাউন্ডে উঠলো মধ্য আমেরিকার দেশটি। ৬ মাস আগে বিশ্বকাপের ড্র দেখে ফুটবলবোদ্ধাদের আফসোস ছিল, ‘ডি’ গ্রুপ থেকে ৩ বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে দু’টি কেবল পরের রাউন্ডে যাবে। কোস্টারিকার দাপটে এখন একটি নয়, দুটি বিশ্ব চ্যাম্পিয়ন দল ‘নক-আউট’ হয়ে যাচ্ছে গ্রুপ পর্ব থেকেই।
শুক্রবার রেসিফির আরেনা পের্নামবুকোয় প্রথম ৩০ মিনিট প্রতিপক্ষের শক্তি পরখ করে নিচ্ছিল ইতালি ও কোস্টারিকা। নিজেদের রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল দুই দলই, এই সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। প্রথম সত্যিকারের সুযোগটি পেয়েছিল ইতালি। ৩১তম মিনিটে আন্দ্রেয়া পিরলোর পাস থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়েছিলেন মারিও বালেতোল্লি। গোলরক্ষক কেইলর নাভাসের মাথার ওপর দিয়ে পাঠালেও লক্ষ্যে রাখতে পারেননি তিনি। দুই মিনিট পর আরেকটি সুযোগ পেয়েছিলেন বালোতেল্লি। পিরলোর ক্রসে চিয়াগো মোত্তার ফ্লিক খুঁজে পেয়েছিল এসি মিলানের স্ট্রাইকারকে। এবার সরাসরি নাভাসের দিকে মেরে সুযোগটি হাতছাড়া করেন এই মেজাজি স্ট্রাইকার।
৩৭তম মিনিটে প্রথম সুযোগটি পায় কোস্টা রিকা। ক্রিস্তিয়ান বোলানোসের শট ঝাঁপিয়ে পড়ে ব্যর্থ করে দেন জানলুইজি বুফ্ফন। ৪৩তম মিনিটে কোস্টা রিকাকে পেনাল্টি থেকে বঞ্চিত করেন রেফারি এনরিকে ওসেস। বিপজ্জনক গতিতে ডি বক্সে ঢুকে পড়া হোয়েল ক্যাম্পবেলের সঙ্গে ছিলেন কেবল জর্জো কিয়েল্লিনি। তবে পরের মিনিটেই এগিয়ে যায় কোস্টা রিকা। বাঁ দিক থেকে জুনিয়র দিয়াসের বাঁকানো ক্রস থেকে ব্রায়ান রুইসের হেড ক্রসবারের নিচে লেগে গোললাইন অতিক্রম করলে উল্লাসে মেতে উঠে কোস্টা রিকা শিবির। এগিয়ে থাকলেও রক্ষণাত্মক ফুটবল খেলেনি কোস্টা রিকা। ইতালির আক্রমণ ব্যর্থ করে দেয়ার পরক্ষণেই পাল্টা আক্রমণে যাওয়ায় নিজেদের রক্ষণও সামলাতে হচ্ছিল ইতালিকে।
উরুগুয়েকে ৩-১ গোলের হারের লজ্জায় ডোবানের পর এই অসাধারণ জয়, ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই শীর্ষ দশের দুই দলকে হারালো কোস্টা রিকা। আর ইংল্যান্ডের সঙ্গে না খেলেই বিদায় করে দিল তাদের।