শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় আসরে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে ৮ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। সাবেক বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনালে ১৮ জুন বুধবার সেংশন হেয়ারিং (শাস্তির শুনানি) অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল শাস্তি ঘোষণা করেন। নিষেধাজ্ঞার পাশাপাশি আশরাফুলকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বিপিএল-এর দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুল ছাড়াও আরও ৩ জনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। এরা হচ্ছেন ঢাকা গ্লাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী, নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট ও শ্রীলংকার ক্রিকেটার কৌশল্যা লোকুয়ারাচ্চি। শিহাব চৌধুরীকে ১০ বছরের নিষেধাজ্ঞা ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর লু ভিনসেন্টকে ৩ বছর ও কৌশল্যা লোকুয়ারাচ্চিকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল। সংক্ষিপ্ত রায়ে অভিযোগ ওঠা ৯ জনের মধ্যে ছয়জনকে নির্দোষ ঘোষণা করেন ট্রাইব্যুনাল। ওই সময় বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, শ্রীলংকান ক্রিকেটার কৌশল্যা এবং ঢাকা গ্লাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে দোষী সাব্যস্ত করা হয়। ৯ জনের মধ্যে না থাকলেও তদন্তে দোষী সাব্যস্ত হন নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট।
ট্রাইব্যুনালের ঘোষিত শাস্তির বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে বিসিবির ১০ সদস্যের ডিসিপ্লিনারি কমিটিতে আপিল করতে হবে। বাদী এবং বিবাদী উভয় পক্ষই আপিল করতে পারবে।