মো: আব্দুর রহমান, বাকৃবি সংবাদদাতা: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবি মেনে নেওয়া হয়েছে বলে ফেইসবুকে গুজব ছড়ানো হয়েছে। এতে করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং অবস্থান ধর্মঘট শুরু করেছে।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিভিন্ন অনুষদের লেভেল-২ এর শিক্ষার্থীদের ফেইসবুক পেজ ব্যাটেলিয়ন অফ বাউ-তে জানানো হয়, ‘প্রশাসন আমাদের দাবি প্রায় মেনে নিয়েছে। সেমিস্টার ফি ১৭৮০টাকা থেকে ৯৮০ টাকা করা হয়েছে। আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। আমরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করব’।
ঐ পোস্ট দেখার পর ফেইসবুকে ঝড় তুলে আন্দোলনরত বিভিন্ন অনুষদের লেভেল-২ এর শিক্ষার্থীরা। অনেকে কমেন্ট করেছে, আমরা এই আংশিক বাতিল সেমিস্টার ফি মেনে নিব না। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব’।
পরে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভ বিজয়’৭১ পাদদেশে মিলিত হয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসে প্রতিনিধিরা যারা বুধবার রাতে শিক্ষক সমিতির সভাপতি ড.লুৎফুল হাসানের সাথে আলোচনা করেছিল। প্রতিনিধিরা জানান, ‘আমরা সেমিস্টার ফি ৯৮০ টাকা মেনে নিয়েছি তা সম্পূর্ণ গুজব। আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করিনি এবং ফেইসবুকে ঐ পোস্ট আমাদের প্রতিনিধিদের কেউ দেয়নি’।
এরপরে বেলা ১২টার দিকে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিজয়’৭১ পাদদেশ থেকে শুরু হয়ে কামাল-রঞ্জিত (কে.আর) মার্কেট হয়ে বিভিন্ন অনুষদের করিডোর ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে তারা রাস্তা অবরোধ করে অবস্থান ধর্মঘট শুরু করে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত শিক্ষার্থীদের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করতে দেখা গেছে।
এদিকে সেমিস্টার ফি বাতিলের দাবি মেনে নেওয়া হয়েছে শুনে বুধবার রাত থেকে উপাচার্য ডঃ রফিকুল হক-কে অবমুক্ত করে দেয় সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা। ফলে আজ সকালে তিনি অফিস করেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব।