সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও উপকারভোগী পরিবারের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়েছে।
কারিতাস রাজশাহী অঞ্চলের সুফল প্রকল্পের আয়োজনে গোয়ালা ইউনিয়ন পরিষদ থেকে ১৭ জুন মঙ্গলবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে ইউপি হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা। প্রকল্পের সহকারী মাঠ কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার, কারিতাস সমাজ উন্নয়ন প্রকল্পের এ্যানিমেটর ও টিম লিডার বলাই মারান্ডী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১৪০ টি উপকারভোগী পরিবারের মাঝে আম গাছের চারা বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে ইউপি সচিব, সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
