এস এম আবুল বাশার মধুখালী(ফরিদপুর) : মধুখালীতে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব জায়গায় অবৈধ্য স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছন রেলের কর্মকর্তাগন। রবিবার সকাল ১১টায় বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ মোস্তাক আহম্মদের নেতৃত্বে মধুখালী রেল স্টেশনের আওতায় অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়। সম্প্রতি রেল স্টেশনের সামনে ফাকা জায়গায় জনৈক ব্যাক্তি বাশের খুটী পুতে ব্যাপক এলাকা দখল করেন। সেটি উচ্ছেদের পর ক্রমান্নয়ে প্রায় ২০টি পাকা ঘরের ফাউন্ডেশন গুড়িয়ে দিয়ে চিনিকল সড়কে ৮টি আধাপাকা ঘর দখল মুক্ত করেন। উল্লেখ্য যে, নিয়মিত রেলের খাজনা পরিশোধ করলেও রেলের কিছু অসাধু কর্মচারীদের সাথে যোগসাজসে স্ব-ঘোষিত একজন রেলসম্পত্তির ব্যাক্তি মালিক ভূয়া কাগজ সরবরাহ করায় রেল কর্তৃপক্ষ সেটি আমলে নেয় নাই। এমতাবস্থায় উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যার অনুরোধে অন্যান্য অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে নিজ নিজ দায়ীত্বে সরিয়ে নেওয়ার জন্য সময় মঞ্জুর কওে উচ্ছেদ অভিযান স্থগিত করেন। এ সময় ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ,সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ ওহিদুন নবীসহ বিপুল সংখ্যক পুলিশ ও রেলশ্রমিক উপস্থিত ছিলেন । উচ্ছেদ অভিযান চলাকালে বিপুল সংখ্যক উৎসুক জনতা ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানাতে ভিড় জমায় ।