টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ছাতী হাটি এলাকায় গুড়িগুড়ি বৃষ্টির সময় বজ্রপাতে মঙ্গলবাব দুপুর ১২ টায় আকিজ বিড়ি কোম্পানীর এস.আর রাশেদুল হক (২৮) নিহত হয়েছে। নিহত রাশেদুল চুয়াদাঙ্গা জেলা সদরের হাসাদী গ্রামের লাভলু হোসেনের ছেলে।
জানাযায়, এস.আর রাশেদুল হক প্রতি দিনের মত কালিহাতী উপজেলার বিভিন্ন বাজারে ও গ্রাম অঞ্জলে ঘুরে ঘুরে দোকানে দোকানে আকিজ বিড়ি ওর্য়াডার নিয়ে থাকে। সকালে প্রথমে কালিহাতী,চারান,আউলিয়াবাদ,রতনগঞ্জ এলাকায় কাজ করে একই উপজেলার রামপুর এলাকায় যাওয়ার পথে
ছাতীহাটি এলাকায় পৌছলে হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টিতে ভীজে যাওয়ার সময় পরপর দুইটি বজ্রপাতে রাশেদুল হক অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় কালিহাতী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।