শহিদুল ইসলাম হিরা, শেরপুর : শেরপুরে এক মহিলাসহ বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। ১৫ জুন রবিবার দুপুরের দিকে নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় পৃথক ঘটনায় ওই ২ জনের মৃত্যু হয়।

জানা যায়, রবিবার শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা এলাকায় বাড়ীর উঠানে কাজ করা অবস্থায় আব্দুল মালেকের স্ত্রী অরুফা বেগম (৪৫) নামে এক গৃহকর্ত্রী বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। ওইসময় অরুফার নাতী কমল মিয়া (৫) গুরুতর আহত হয়। আহত কমলকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে। এছাড়া নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের নগরপাড়া গ্রামে জনৈক আজগর আলীর ছেলে মাসুদ (১৬) বাড়ীর পাশে কচুক্ষেতে কাজ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।
উল্লেখ্য, এর আগে ৯ জুন শ্রীবরদীতে মামুন মিয়া নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়।
