ইয়ানুর রহমান, যশোর : শার্শার পুটখালী গ্রাম থেকে এক শিশুকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরনকারীরা। শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে থেকে শামিম (৫) নামে এক শিশু অপহরণের শিকার হয়। শামিম শার্শা উপজেলার পুটখালী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছেন।
অপহৃত শিশুটির বাবা মোহাম্মদ আলী জানান, সন্ধ্যার আগে তার ছেলে বাড়ির উঠানে খেলা করছিল। সন্ধার পর থেকে তাকে আর পাওয়া যায়নি। এরপর অনেক খোঁজা-খুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
রাত ৯টার দিকে একটি মোবাইল ফোনে তাকে বলা হয় শামিমকে অপহরণ করা হয়েছে। বিশ লাখ টাকা দিলে তাকে ফেরত দেওয়া হবে। তা না হলে ক্ষতি হবে বলে হুমকি দেয় অপহরণকারী। এ ঘটনার বিবরণ দিয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
“অপহরণকারীর কণ্ঠ শুনে তিনি চিনতে পেরেছেন। অপহরনকারী নড়াইল জেলার বিছালি ইউনিয়নের বিরু মৃধার ছেলে রাজু মৃধা। গরু কেনা-বেচার কাজে প্রায়ই সে তার বাড়িতে আসতো।”বলেন মোহাম্মদ আলী।
বেনাপোল পোর্ট থানার ওসি পরিদর্শক অপূর্ব হাসান ঘটনার সত্যতা শিকার করে বলেন, শিশুটিকে উদ্ধারের সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।